নড়াইলের কালিয়া উপজেলায় ১১নং পেরুলিয়া ইউনিয়নের যুবলীগ কর্মী আজাদ শেখকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে খুলনা মহানগর যুবলীগ। শনিবার বিকাল চারটায় দলীয় কর্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিলে সফলে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের মিছিল সহকারে অংশগহনের নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।
পাশাপাশি বিএনপি জামায়াতের কাপুরুষোচিত হামলায় খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে বাড়ি ফেরার সময় যুবলীগ কর্মী নিহত আজাদ শেখের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ নিহত আজাদ শেখের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান। এইই সাথে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতারের দাবী জানান তিনি।