চ্যানেল খুলনা ডেস্কঃ যশোরে প্রতিদিনিই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকা থেকে আগত রোগীর সাথে সাথে বাড়ছে স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা।
আজ বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালে আরো ৪জনকে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৪দিনে যশোর জেনারেল হাসপাতালে মোট ৭৩ জন রোগী ভর্তি হন। যার মধ্যে ১৬জন চিকিৎসাসেবা নিয়ে চলে গেছেন। বর্তমানে হাসপাতালে ৫৭জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, যশোরে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও ন্যাশনাল গাইড লাইন মেনে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে। ফলে এখনও কোন রোগীর মৃত্যু হয়নি।