নবজাগরণ অক্সিজেন ও টেলিমেডিসিন সেবায় রোটারি ক্লাব অফ খুলনা সাউথ এর পক্ষে অক্সিজেন সেবা প্রদান করা হয়। আজ রবিবার সন্ধ্যায় আনুষ্ঠিনিকভাবে সিলিন্ডারগুলো গ্রহণ করেন প্রজেক্ট চেয়ার রোটাঃ আইপিপি এসএম নজরুল ইসলাম।
অংকুর ডায়গোনিষ্টিক এন্ড হেলথ কেয়ার সেন্টারে এ লক্ষে এক সংক্ষিপ্ত সভায় প্রজেক্ট চেয়ার রোটাঃ আইপিপি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রজেক্ট সেক্রেটারী আশীষ দে,কোার্ডিনেটর রোটাঃ মাহামুদুর রহমান কার্নি, ও শেখ মোঃ সেলিম। এসময় আরসি বরৈব খুলনার পিপি পলাশ কুমার সাহা,পিপি
ইন্দ্রজিত কুন্ডু গোপাল,আরসি খুলনা সাউথ মিজানুর রহমান জুয়েল,পিপি শাহারিয়ার রুবেল,পিপি আসিব আহমোমদ সুমন,আধুনিক খুলনার সভাপতি হাসান আহম্মেদ মোল্লা, জোন সেক্রেটারি মাহাবুবুর রহমান শামিম,রোটাঃ ফেরদৌসুর রহমান পিয়াস,রোটাঃ আসাদুজ্জামান রিয়াজ,রোটাঃ দিলিপ বর্মন,রোটাঃ ইফাত ন্যান্সি ও রোটাঃ ওয়াহিদুজ্জামান বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।-খাবর বিজ্ঞপ্তি