গত ৭-১০ জুলাই দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল অন্ট্রাপ্রেনারশিপ বুটক্যাম্প এর নবম আসর। বিশ্বের ৩৭টি দেশ থেকে শতাধিক তরুণ অংশ নিয়েছিলেন এবারের আয়োজনে।
বরাবরের মতোই উদ্ভাবনী আইডিয়াবাজ তরুণ, অভিজ্ঞ উদ্যোক্তাদের নানাবিধ আইডিয়া, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতি বিনিময়ের এক মিলনমেলা হয়ে উঠেছিল পুরো আয়োজন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশ থেকে এবারের আসরে অংশ নিয়েছিলেন তরুণ উদ্যোক্তা সুমন সাহা (মেন্টর) ও শাহ্ আরাফাত রাহীব (প্রতিযোগী)।
বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা শাহ্ আরাফাত রাহীব, শ্রীলঙ্কা থেকে আসা চামারা পেইরিস এবং ভারত থেকে আসা কার্তিকিয়া সাক্সেনা এর সমন্বয়ে গঠিত দলটি নিজেদের চমৎকার আইডিয়া ও পারফর্মেন্সের মাধ্যমে প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্সআপের (৩য়) স্থান অর্জন করে নেয়।
মূলত নতুন উদ্যোক্তাদের কীভাবে অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোক্তাদের সাথে একই প্লাটফর্মে নিয়ে আসা যায় এবং অভিজ্ঞদের পরামর্শে তাদের যাত্রাপথকে সহজতর করা যায়- সে উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে গ্লোবাল অন্ট্রাপ্রেনারশিপ বুটক্যাম্প (জিইবি)।
প্রতিষ্ঠানটি শুরু থেকেই কাজ করে আসছে গোটা বিশ্বের তরুণ সমাজকে নিয়ে, যারা তাদের ইনোভেটিভ আইডিয়া দিয়ে সমাজ বদলের স্বপ্ন দেখে, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য দরকার অভিজ্ঞ মেন্টরদের সাথে কিছুটা সময় কাটানো, তাদের অভিজ্ঞতা শোনা ও সেখান থেকে শিক্ষা নেয়া, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সমবয়সী ও সমমনা তরুণ-তরুণীদের সাথে একই গ্রুপে কাজ করে দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করা, এবং সর্বোপরি সমাজের টেকসই উন্নয়নের জন্য মানসিকভাবে নিজেদের প্রস্তুত করা।
২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা জিইবি গত প্রায় অর্ধযুগে জন্ম দিয়েছে ১৩০টিরও অধিক স্টার্টাপের, ফান্ডিং দিয়েছে ৩ কোটি ডলারেরও অধিক। বিশ্বের শতাধিক দেশ থেকে এখনো পর্যন্ত জিইবি-র অ্যালামনাইয়ের সংখ্যা ১,৩০০’র অধিক।
গ্লোবাল অন্ট্রাপ্রেনারশিপ বুটক্যাম্পের ১০ম আসর আয়োজিত হবে ২০২৪ সালের মার্চমাস নাগাদ আমেরিকার ক্যালিফোর্নিয়ায়।