সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
নবীর পরিবারের ত্যাগ ও আদর্শ ধারণ করে আমাদের জীবন পরিচালিত করতে হবে : কেসিসি মেয়র | চ্যানেল খুলনা

নবীর পরিবারের ত্যাগ ও আদর্শ ধারণ করে আমাদের জীবন পরিচালিত করতে হবে : কেসিসি মেয়র

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর আদর্শ হলো ধৈর্য্য ধারণ করা। তিনি মহান আল্লাহর হুকুমে পহেলা মহররম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং সেখানে ইসলাম প্রচার শুরু করেন। মানব জাতির কল্যাণে এই মাসে আল্লাহপাক পবিত্র কোরআন নাজিল করেন। যা সমস্ত মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মহররম মাসেই নবী হযরত মুহাম্মদ (স:) এর পৌত্র হযরত হোসেইন (রা:) শাহাদাৎ বরণ করেন। তাই এ পবিত্র মাস থেকে ধৈর্য্য ও সবরের শিক্ষা নিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। তিনি বলেন, নবীজী এবং তাঁর পরিবারের ত্যাগই আমাদের শিখিয়েছে কিভাবে মানব জাতির জীবন পরিচালিত হবে। সেজন্যই আমাদের সকলকে নবীর আদর্শ, উদ্দেশ্য এবং তাঁর পৌত্রের ত্যাগকে অনুসরণ করে আমাদের জাতি গঠন করতে হবে। যেমনটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান বাঙালি জাতির জন্য করেছেন। ইসলাম আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে জাতির কল্যাণে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে মহররম হযরত ইমাম হোসেইন ইবনে আলী (রা:) এর শাহাদাৎ এবং মহানবী হযরত মুহাম্মদ (স:) এর মক্কা থেকে মদিনায় হিজরত উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে অন্যান্যে মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আবুল কালাম আজাদ কামাল, বীর মুুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, ফেরদৌস আলম চাঁন ফারাজী, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর হাফিজুর রহমান, কাউন্সিলর মো. গাউসুল আযম, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, কাউন্সিলর মনিরুজ্জামান মনির, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, ইসফাক স্বপন, মল্লিক নওশের আলী, মো. আজিম উদ্দিন, মো. আলমগীর মল্লিক, শরিফ এনামুল কবীর, নুরানী রহমান বিউটি, জেসমিন সুলতানা শম্পা, মো. শহীদুল হাসান, জব্বার আলী হীরা, মাসুদ হাসান সোহান, জহির আব্বাস, ঝলক বিশ্বাস, ইয়াসিন আরাফাত, এম এ হাসান সবুজ, সৈকত ঘোষ, মো. চয়ন হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মহররম উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেক আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনীর মৃত্যুতে কেসিআরএ’র শোক

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ায় : দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের উদ্বেগ ও শোক প্রকাশ

খুবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

দুর্বৃত্তদের হামলায় আহত আ’লীগের নির্বাচনি ক্যাম্পের পাহারাদার পেলে প্রধানমন্ত্রীর চেক

খুবির সমাজবিজ্ঞানের প্রফেসরের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

দৈনিক খুলনাঞ্চল সম্পাদকের মেঝচাচার ইন্তেকাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।