চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিকের সভাপতিত্বে বৃক্ষরোপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেগম হাবিবুন নাহার এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বৃক্ষ অমূল্য সম্পদ। আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ অতি প্রয়োজনীয় অক্সিজেন নিঃসরণ করে। আমাদের নিজেদের অস্তিত্বের প্রয়োজনেই অগ্রাধিকার বিভিত্তে বৃক্ষ রোপণ অপরিহার্য। এছাড়া পরিবেশের দূষণরোধ এবং সৌন্দর্য রক্ষা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল পরিবেশ নিশ্চিতকরণ এবং ঝড়-জলোচ্ছ্বাস থেকে জানমাল রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ জনাব মোঃ মুজিবুর রহমান শামীম, জনাব সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ রিপন ও জনাব পবিত্র কুমার সরকার, বিশ^বিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার কাজী মোঃ আহসানউল্লাহ এবং বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।