আরিফুল হকঃ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে খুলনার ঐতিহ্যবাহি নর্থ ওয়েষ্টার্ণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত সোমবার ও গতকাল বুধবার দুই দিন ব্যাপি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়। আইন বিভাগের চারটি বর্ষের সমন্নয়ে অনুষ্টিত ফুটবল ম্যাচে চতুর্থ বর্ষ ও প্রথম বর্ষের ফুটবল খেলার শ্বাস রুদ্ধকর ফাইনাল ম্যাচের ২ -১ ব্যবধানে প্রথম বর্ষ জয়লাভ করে।
পরে বিকাল ৬টায় নর্থ ওয়েষ্টার্ণ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্টিত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন নর্থ ওয়েষ্টার্ণ বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও খুলনা সিটি মেয়র আলহাজ্জ তালুকদার অাব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিঃ জেলা ও দায়রা জজ মোঃ জাকারিয়া হোসেন, বিশ্ববিদ্যায়ের প্রক্টর শেখ মাহরুফুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যপক তালুকদার রাসেল মাহমুদ, নর্থ ওয়েষ্টান বিশ্ববিদ্যালয়ের আইন।বিভাগের প্রভাষক হাসিবুল হুসাইন সুমন, আশরাফুজ্জান বাবু, মাহফুজুর রহমান, রুমানা শারমিন বর্ষা। পুরষ্কার বিতরনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের প্রধান আরজ আলী। সমগ্র অনুষ্টানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েষ্টার্ণ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. তারাপদ ভৌমিক।
সমগ্র অনুষ্টান সঞ্চলনা করেন আইন বিভাগের ফাইনাল সেমিষ্টারের ছাত্র আরিফুল হক চৌধুরী।
টুনামেন্টের আয়োজন করেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।