খুলনা জেলার দক্ষিণে সুন্দরবনের প্রান্তসীমায় নলিয়ান ফরেষ্ট ষ্টেশনের কাছেই নলিয়ান আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মাদ্রাসার প্রিন্সিপাল জি. এম. মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও ফলজ বৃক্ষরোপণ করেন গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি এই অঞ্চলে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছে। সুন্দরবনের প্রান্তসীমায় এই প্রতিষ্ঠানে প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে এবং এপর্যন্ত বহু শিক্ষার্থী এখান থেকে পড়াশুনা করে দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশ গঠনে অবদান রেখে চলেছে। তিনি বিশেষ ভাবে সরকারের কাছে দাবী করেন, খুলনা থেকে নলিয়ান পর্যন্ত ৫০ কিলোমিটার রাস্তা দ্রুততার সাথে নির্মাণ করে যোগাযোগব্যবস্থা সহজ করলে প্রচূর দেশী বিদেশী পর্যটক এখানে এসে পর্যটনশিল্প, মৎস ও বিভিন্নমূখী কৃষি বিপ্লবে অসাধারণ ভূমিকা রাখবে। যার সুফল দেশ ও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ পেতে পারে। তিনি আরও দাবী করেন, চালনা বা আশেপাশে যদি একটা মেরিন একাডেমী প্রতিষ্ঠা করা হয় এবং এই অঞ্চলকে কেন্দ্র করে, বিভিন্ন জাহাজ নির্মাণ কারখানা করা হয়, তাহলে ডেল্টা প্লান ২১০০ এবং ব্লু ইকোনমি বাস্তবায়নে বড় ধরনের ভূমিকা রাখবে। তিনি সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন এগুলি যেনো দ্রুত বাস্তবায়ন করা হয়। তাহলেই পদ্মা সেতুর সফলতা এবং বড় ধরণের অর্থনৈতিক উন্নয়ন হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক গাজী আবুল বাশার, উপাধ্যক্ষ মুহাম্মাদ আব্দুল মান্নান, অসিত কুমার মণ্ডল, কার্তিক চন্দ্র সরকার, মোঃ সায়ফুল্লা, আবু সালেহ মোঃ হাসান, মোঃ ইলিয়াস হোসাইন সরদার, তরুন মণ্ডল, মোঃ মোস্তাফিজুর রহমান, এস এম আব্দুস সাত্তার, মোঃ গোলাম মোস্তফা, এস এম গোলাম রব্বানী, একেএম মোর্শেদ আলম, আবুল কাশেম, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মোজাম্মেল হক, মোঃ নাসির উদ্দিন সহ অর্ধশতাধিক শিক্ষার্থি প্রমূখ।