মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের অর্থায়নে নাইস ফাউন্ডেশনের আয়োজনে দিঘলিয়া উপজেলা পরিষদের সহায়তায় করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার (০৩ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাইস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এম.মজিবুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা, ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক রোকসানা খানম, সহকারী অধ্যাপক শেখ শহিদুল ইসলাম ও মানবাধিকার সংস্কৃৃতি ফাউন্ডেশন এর সম্বয়কারী মো: টিপু সুলতান।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোভিড-১৯ এর সুরক্ষা সরঞ্জাম উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতরণ করা হবে। সসভাপতি বলেন, বিগত ২ বছর সংস্থাটি সাধারণ জনগণের মাঝে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।-খবর বিজ্ঞপ্তি