আন্তর্জাতিক ডেস্কঃনাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে কঠোর আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ডিসেম্বর) এসব কথা বলেন তিনি। খবর এনডিটিভি’।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন কোনো পরিস্থিতিতেই বাংলায় প্রয়োগ করতে দেওয়া হবে। এই আইন বৈষম্যমূলক। তাই আমাদের অবস্থান এই আইনের বিরুদ্ধে। আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের তৈরি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালন করব।’
মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার অ-বিজেপি রাজ্যগুলোতে যারা ক্ষমতায় আছেন তাদের এই আইন প্রয়োগ করতে বাধ্য করছে। কিন্তু সংসদে পাস হলেও আমরা সংশোধিত আইনটি পশ্চিমবঙ্গে প্রয়োগ করব না।
গত বুধবার (১১ ডিসেম্বর) ভারতের রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। রাজসভায় পাস হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরোধিতা করেন।
এর আগে গত সোমবার (০৯ ডিসেম্বর) ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।