আন্তর্জাতিক ডেস্কঃনাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা ভারত জ্বলছে। একের পর এক রাজ্যে অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে। এনিয়ে বেকায়দায় পড়েছে মোদি সরকার। এই অবস্থায় নাগরিকত্ব বিলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও ক্রিসমাসের পরই এই বিষয়ে খোলসা করবেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আসামের রাজধানী মেঘালয়ের মন্ত্রীদের সঙ্গে কথা বলার পরই আমিত শাহের মত পরিবর্তন হয়েছে। মূলত যেভাবে দেশজুড়ে আন্দোলন চলছে সেই পরিপ্রেক্ষিতেই এই মত পরিবর্তন বলে জানা যাচ্ছে।
জানা গেছে, এদিন মেঘালয়ের মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যার কথা তুলে ধরেন আমিত শাহের কাছে। তারপর বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই বলে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন অমিত শাহ।