খুলনা অফিসঃ
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নগরবাসির সেবা ছেড়ে ব্যবসা শুরু করেছে। তারা খুলনাকে না সাজিয়ে ক্যান্টনমেন্ট বানানোর মহাপরিকল্পনা এঁকেছে। ফলে নগরবাসি কেডিএ’র থেকে সেবা না পেয়ে নির্যাতনের শিকার হচ্ছে। কেডিএ’র অনিয়ম, দুর্নীতি আর নির্যাতনের হাত থেকে পরিত্রান পেতে চায়। অবিলম্বে কেডিএ এসকল অনিয়ম, দুর্নীতি আর নির্যাতন বন্ধ না করলে ঘেরাও এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে এসবের অবসান ঘটাবে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। নাগরিক সমাজের আহবায়ক ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আইয়ুব আলী শেখ, জামাল উদ্দিন বাচ্চু, মহানগর পিপি এ্যাড. কে এম ইকবাল, শ্রমিক নেতা রনজিত কুমার ঘোষ, পিপি এ্যাড. জেসমিন সুলতানা জলি, এস এম আসাদুজ্জামান রাসেল, ফেরদৌস হোসেন লাবু, মো. ফারুক হোসেন, গাজী মোশাররফ হোসেন, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, শেখ এশারুল হক, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, শিকদার আতাউর রহমান রাজু, গোপাল চন্দ্র সাহা, এ্যাড. একেএম শাজাহান কচি, সমীর কৃষ্ণ হীরা, এস এ শামছুদ্দিন আহমেদ শ্যাম, আজম খান, ইউসুফ আলী, দিলীপ রায় খোকন, দীপক চন্দ্র ম-ল, মো. মিকাইল, হাফিজুর রহমান চৌধুরী, প্রকৌশলী আল মামুন চৌধুরী, মোস্তফা কামাল, খান কবীর, এ্যাড. ফারুক হোসেন, ফারুক হোসেন তুরান, নজরুল ইসলাম, হারুন মানু, রিয়াজ হোসেন, আলিমুর রেজা লাবু, আব্দুর রহিম বাবু, কবির হোসেন মৃধা, মাহবুব হোসেন, মো. মেজবাহ কামরুল ইসলাম, মোতালেব মিয়া, রনবীর বাড়ৈই সজল, মো. সিনহা, মো. জোয়েব, রেক্সোনা কালাম লিলি, আফরোজা খানম কহিনুর, রিতা আলম, রেখা খানম, সুপ্তি হাসান, কাউন্সিলর কনিকা সাহা, রওশন আরা রিমা, মনিরুল ইসলাম সোহাগ, মোস্তাফিজুর রহমান সুইট, মো. সেলিম, মো. ইসতিয়াক হোসেন, মো. হায়দার আলী, এ্যাড. জহিরুল ইসলাম পলাশ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।