বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে কুমিল্লা। আর ম্যাচটিতে প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান করেছে ইমরুল কায়েসের দল।
শুরুর দশ ওভারে ৯৪ রান তুললেও তারা হারিয়ে ফেলেছে পাঁচটি উইকেট। ফলে রান তোলার দিক দিয়ে ভালোই করেছে তারা। কিন্তু উইকেট ধরে রাখার কাজটি ঠিক মতো করতে পারেনি ভিক্টোরিয়ান্স।
এরপর ১১তম ওভারে দলীয় ৯৫ রানে নিজেদের ষষ্ঠ উইকেটটিও হারায় কুমিল্লা।
ম্যাচটিতে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব চালান ক্যারিবিয়ান হার্ড হিটার সুনিল নারিন। তিনি আউট হওয়ার আগে ২৩ বল খেলে ৫৭ রান করেন। আর তার এমন ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে শুরুতেই বড় রানের দিকে এগুতে থাকে কুমিল্লা।
তবে নারিন আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দলের অন্যতম বড় তারকা ফাফ ডু প্লেসি ৭ বল খেলে মাত্র ৪ রান করে আউট হন।