সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ‘আলোর হেমন্ত মেলার’ উদ্বোধন | চ্যানেল খুলনা

নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ‘আলোর হেমন্ত মেলার’ উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর মতায়নের মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের পথ সুগম করেছেন। ফলে নারীদের আর কারো মুখাপেী হয়ে বসে থাকতে হচ্ছেনা। তারা এখন নিজের পায়ে দাঁড়াতে পারছে। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী পুরুষ সম্মিলিতভাবে কাজ করা দরকার। বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে যে কোন মূল্যে তা অব্যাহত রাখতে হবে।

সিটি মেয়র আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কেডিএ এ্যাপ্রোচ রোডের বিজয় গাঁথা কমিউনিটি সেন্টারে ‘আলোর হেমন্ত মেলা-২০২২’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি ব্যাংক লিঃ-এর ‘সিটি আলো’ কর্মসূচির আওতায় মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-খুলনা ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করে। সিটি মেয়র ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করেন।

মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কোঅর্ডিনেটর ফারহানা আকতার নীলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি ব্যাংকের ওমেন ব্যাংকিং শাখার হেড অব সিটি আলো নাসরীন আকতার। সিটি ব্যাংকের রিজিউনাল হেড মোঃ বজলুল করিম মনিরসহ নগরীর গণ্যমান্য ব্যক্তি ও নারী উদ্যোক্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির খুলনা বিভাগীয় সভাপতি শামিমা সুলতানা শিলু।

প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা তাদের বৈচিত্রপূর্ণ পণ্য নিয়ে মেলার স্টল সাজিয়েছে। অনুষ্ঠান শেষে সিটি মেয়র স্টলসমূহ পরিদর্শন করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

নগর স্বেচ্ছাসেবক লীগের যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন

শেখ সুজনের মায়ের সুস্থতা কামনায় শেখ রাসেল পরিষদের দোয়া মাহফিল

খুলনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে : খুলনা বিএনপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।