চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলীসহ তিন নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।রবিবার (১ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩০ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এই নেতাদের পুলিশ গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি ও বিএনপির সহসভাপতি সরদার লিয়াকত আলী (৫৫), সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৬) ও ষাটগম্বুজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হাওলাদার (৫৪)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম জানান, শহরের পরিবেশকে অশান্ত করতে জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী ও বিএনপি নেতা কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল শনিবার রাতে ওই এলাকায় একটি গোপন বৈঠক করছে, এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ লিয়াকত আলীসহ তিন বিএনপি নেতাকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায় বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। এদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বেশ কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠালে বিচারক এই তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।