করোনার থেকে রক্ষা পেতে নিজ এলাকা খুলনাতে গেল ৫ মাস থেকে অবস্থান করছিলেন চিত্রনায়িকা পপি। এরপরও তিনি করোনার হাত থেকে শেষ রক্ষা পেলেন না! জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়িকা করোনায় আক্রান্ত হয়েছেন।
পপি বলেন, ‘বেশ কিছুদিন থেকে শরীরে জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর দুর্বল হওয়ায় কিছুই ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট বেড়ে গেলে আমাকে পরিবারের লোকেরা করোনার নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। করোনার নমুনা দেওয়ার পর গেল বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।’
আরও পড়ুন: মরদেহের সঙ্গে ছবি তুলে ব্যবসা করেন জায়েদ খান: পপি
বর্তমান শরীরের অবস্থা কেমন? জানতে চাইলে পপি জানান, ‘এখন শ্বাসকষ্ট আগের চেয়ে বেশি হয়েছে। তবে জ্বর, মাথা ব্যথা কমে গেছে। কিন্তু খাওয়ার রুচি পরিবর্তন হয়েছে। শরীর খুব দুর্বল। পরিবারের লোকদের থেকে আলাদা থাকছি। পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
চিত্রনায়িকা পপি লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। এরপর ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। এরপর ১৯৯৮ সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, ১৯৯৯ সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশাহ তার ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। অভিনয় করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়কদের বিপরীতে।