তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়লেন টাইগাররা। মঙ্গলবার (২৩ ফেব্রয়ারি) বিকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সে বসে টুইট করে এ তথ্য জানান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
পরিবারকে সময় দিতে নিউজিল্যান্ডের বিপক্ষে থাকছেন না সাকিব আল হাসান। এছাড়া পূর্ণ শক্তির দল নিয়েই কিউইদের বিপক্ষে লড়বে তামিমরা। দুটি ভিন্ন ফরম্যাট বিবেচনায় ২০ সদস্যের দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ।
ক্রিকেটারদের পাশাপাশি দুই চিকিৎসক ও বোর্ড প্রতিনিধিসহ মোট ১৫ জন সাপোর্টিভ স্টাফও যুক্ত হচ্ছেন সফরে। ক্রিকেটারদের সার্বিক দেখভালের দায়িত্বে থাকবেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। নির্বাচকদের মধ্যে যাচ্ছেন হাবিবুল বাশার ও ম্যানেজারের দায়িত্বে থাকবে সাব্বির খান।
করোনাকালে এটাই টাইগারদের প্রথম বিদেশ সফর্ তাই সব ধরনের বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি। সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে ৫দিনের অনুশীলন করবেন তামিম-মাহমুদুল্লাহরা। ২০ তারিখ ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, আল আমিন হোসেন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।