চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর ক্যাম্পাস প্রতিনিধির ওপর হামলার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদের সামনে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রক্টর নুরুল আজিম সিকদার জানান।
আহত মোশাররফ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ‘ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী’ জানিয়ে মোশাররফ বলেন, “প্রায় ১৫ জন হামলা চালায়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা মারধর করতে থাকে। মারধরের সময় তারা বলেন, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না’।”
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগীভিত্তিক সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন মোশাররফ।
জানতে চাইলে প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, “আমি মেডিকেল গিয়েছি। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, “আমি মাত্র ফেনী থেকে এসেছি। কারা করেছে আমি জানি না। এ ধরনের ঘৃণ্যতম অপরাধ যারা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”