চ্যানেল খুলনা ডেস্কঃ চলমান মহামারি করোনায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। শুক্রবার বেলা ১১টায় খালিশপুর থানাধীন স্কাউট মাঠ সংলগ্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হাসান মোঃ হাফিজুর রহমান, খুলনা মহানগর সভাপতি কবির আহমেদ, সিনিয়র সহ সভাপতি হাসান ফেরদৌস পিপলু, সহ সভাপতি যথাক্রমে ডাঃ এ এস এম সায়েম মিয়া, আবুল বাশার, অশোক রায়, যুগ্ন সম্পাদক এস এম নূর হাসান জনি, খালিশপুর থানা সভাপতি, রাকিবুল ইসলাম, সাধারন সম্পাদক আশিকুল ইসলাম, দৌলতপুর থানার সাধারণ সম্পাদক গৌতম রায় দিপু, ১০ নং ওয়ার্ড সভাপতি মুন্সি মোঃ মিলন, সাধারণ সম্পাদক সামসুল হক সুমন, বিশিষ্ট জালানী তেল ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান, এস এম মিলন, সুমন, সাজিদুর রহমান, সালমান সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।