চ্যানেল খুলনা ডেস্কঃ নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের পাশে সাবেক ছাত্রলীগ নেতা ফয়াসল আহমেদ অপু। তিনি নিজস্বভাবে তার পাশ্ববর্তী টুটপাড়া ও মাষ্টার পাড়া এলাকার দেড় শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলছেন এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তিনি তার এলাকার পাশ্ববর্তী মানুষের পাশে দাাঁড়িয়েছেন। তিনি আরো বলেন, মানুষের সচেতনতা বৃদ্ধিতে ব্লিচিং পাউডার মিশ্রিত পানিও ছিটাচ্ছেন এলাকায়। এছাড়াও সামাজিক দূরত্ব বজায়ে রাখতে দোকানপাটের সামনে চিহ্নিত করে দিচ্ছেন। তিনি বলেন, দূর্যোগকালিন এই সময়ে একজন ভলেন্টিয়ার হিসাবে তিনি এলাকার মানুষের পাশে থাকতে পারি। তিনি প্রতি পরিবারের নিকট ০৪ কেজি চাল, আধাকেজি ডাল, এক কেজি আল, আধাকেজি তেল, আধাকেজি পিঁয়াজ পৌছে দিচ্ছেন। তিনি বলেন, আমিসহ আমার কিছু বন্ধু ও ছোট ভাইরা মিলে আমরা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছি মানুষের। যারা কারোর কাছে সাহায্য চাইতে পারছেন না তাদের নিকট।-খবর বিজ্ঞপ্তি