সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প এর সহযোগিতায় রবিবার (২০ আগস্ট) সকালে ডুমুরিয়া টিপনার ভিলেজ সুপার মার্কেটে সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়ার উপজেলা সমবায় অফিসার মো: জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ কান্ট্রি-অপারেশন অফিসার শাকিল আনোয়ার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষণ রায়, হেড অফ সাপ্লাই চেইন মো: মজিবল হক, প্রোগ্রাম ম্যানেজার ড. উৎপল কুমার খুলনা অঞ্চল , প্রোগ্রাম ম্যানেজার ড. নাজমুন নাহার যশোর অঞ্চল, উত্তরণ এর প্রজেক্ট ম্যানেজার ইকবাল হোসেন,মনিরামপুর সমবায় সমিতির সভাপতি দিপংকর বসু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সমবায় সমিতির সভাপতি ইসহাক আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২১-২০২২ সালের আয়-ব্যয়, লাভ-ক্ষতি ও শেয়ারের লভ্যাংশ ঘোষণাসহ সমিতির উল্লেখযোগ্য অগ্রগতি সমূহ উপস্থাপন, সদস্য ভর্তি, শেয়ার ও সঞ্চয় সংগ্রহ কৌশল, সমিতি ও ব্যবসা পরিচালনায় চ্যালেঞ্জ সমূহ এবং ২০২২-২০২৩ এর কর্মপরিকল্পনা উপস্থাপন, সমবায় সমিতি টেকসই করার কৌশল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সমিতিকে লাভজনক করতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান অতিথি সমিতির সদস্যদের সমিতি ব্যবস্থাপনার উপর বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তার বক্তব্যে সমিতির সাফল্য কামনা করেন এবং সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন। বার্ষিক সাধারন সভায় সলিডারিডাড নেটর্ওয়াক এশিয়ার এর উর্ধতন কর্মর্কতাগণ সমিতিকে টেকসই করতে কৌশলগত দিক নির্দেশনা দেন । সভায় সমিতির সাধারন সদস্য ও কার্যকরী কমিটিসহ ৪৫০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র প্রোগ্রাম অফিসার মো: তৈয়বুর রহমান।