সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
নিরাপদ সড়ক চাই খুলনার উদ্দোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ | চ্যানেল খুলনা

নিরাপদ সড়ক চাই খুলনার উদ্দোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর শাখার উদ্যোগে গণ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার, সড়ক সংস্কার, সড়ক নির্মানে সময়ক্ষেপন-অনিয়ন দুর্নীতি বন্ধ এবং সড়ক দুর্ঘটনারোধে নতুন সড়ক পরিবহন আইন চালুর দাবীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর মাধ্যমে ১৮ আগস্ট মঙ্গলবার বেলা ১টায় প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর শাখার আহবায়ক এসএম ইকবাল হোসেন বিপ্লব ও সদস্য সচিব মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা’র খুলনা মহানগর উপদেষ্টা ও খুলনা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, নিসচার সাবেক জেলা সাধারণ সম্পাদক এ্যাড. মো: বাবুল হাওলাদার, শেখ মো: নাসির উদ্দিন, এমএ কাশেম, নিসচা’র খুলনা মহানগর যুগ্ম আহবায়ক শেখ মনির আহমেদ মুন্না, এ্যাড. মাসুম বিল্লাহ, আব্দুস সালাম শিমুল, শিরিনা পারভীন, সহকারী অধ্যাপক এমএ মান্নান বাবলু, মো: নাজমুল হোসেন, মো: রুহুল আমীন সোহাগ, মো: আফজাল দেওয়ান, এসএমএ রহিম, মো: সোলাইমান হোসেন,কাজী রাসেল প্রমুখ।
স্মারকলিপিতে আরো জানানো হয়, বর্তমানে করোনা মহা সংকটে আপনি যাত্রী এবং পরিবহন ব্যবসায়ীদের কথা চিন্তা করে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছিলেন। যার মধ্যে অন্যতম ছিল সারা দেশে পরিবহন ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি। কিন্তু যে লক্ষে এই ভাড়া বৃদ্ধির নির্দেশনা দিয়েছিলেন তাহা কোনভাবেই মানা হচ্ছে না। কোন গণ-পরিবহনেই  সামাজিক দূরত্ব মেনে যাত্রী বহন করা হচ্ছে না। করোনা পূর্বের ন্যায় যাত্রী নেওয়া হচ্ছে কিন্তু বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হয়নি।
দেশের সড়ক উন্নয়নে আপনি প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও এর কোন সুফল জনগন পাচ্ছে না। বর্তমানে খুলনা মহানগরীর প্রতিটি প্রধান সড়কসহ জেলার গুরুত্ত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দে ভরা। যেমন, রুপসা-শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা লিংক রোড, আবু নাসের হাসপাতাল লিংক রোড, মুজগুন্নি সড়ক, বয়রা মেইন রোড, খালিশপুর। দীর্ঘদিন এ সড়কগুলো সংস্কার করা হচ্ছে না। এ সকল অঞ্চলে জনগন চরম ভোগান্তি আছে। দুর্নীতিবাজ একটি চক্র সময়মত সড়ক-নির্মান বা সংস্কার না করে প্রতিনিয়ত সময় বাড়িয়ে একদিকে যেমন অতিরিক্ত অর্থ লুটপাট করছে অন্যদিকে সরকারের বদনাম এবং জনগনকে ভোগান্তির মধ্যে রাখছে। এ সকল দূর্ণীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন জরুরী। বর্তমানে খুলনা মহানগরীর ৯৫ ভাগ সড়ক খানাখন্দে ভরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রম, উন্নয়ন কর্মকান্ড যাদের জন্য বাধাঁগ্রস্থ হচ্ছে অবিলম্বে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন। জনগন আপনার উন্নয়নের সুফল পেতে চায়। পাশাপাশি সড়ক দুর্ঘটনারোধে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার জন্য দাবী জানান।-প্রেস রিলিজ

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

জনসম্পৃক্ততায় বিঘ্ন সৃষ্টিকারী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের ব্যাপারে বিএনপি ‘জিরোটলারেন্স’

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবির

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার গ্যাস খুলনায় অগ্রাধিকার ভিত্তিতে না দিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা

তারুণ্যের কণ্ঠ একত্রে গর্জে উঠলো গ্র্যান্ড ফিনালেতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।