চ্যানেল খুলনা ডেস্কঃনির্বাচন কমিশনেও (ইসি) দুর্নীতির তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশন অযোগ্য। অনতিবিলম্বে নির্বাচন কমিশনের দুর্নীতি খুঁজে বের করার জন্য দুর্নীতি দমন কমিশনের কাজ করা দরকার। শনিবার (৩০ নভেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন এখন বিভক্ত। কমিশনের সবাই মিলে একক সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক নিয়ম থাকলেও প্রধান নির্বাচন কমিশনার ও সচিব এককভাবে সিদ্ধান্ত নিয়ে লোক নিয়োগ দিচ্ছেন। এটি সংবিধানের পরিপন্থী।তিনি নির্বাচন কমিশনে দুর্নীতির তদন্ত দাবি জানিয়ে বলেন, ‘যে বিষয়গুলো সেখানে ঘটছে সেটা সম্পূর্ণভাবে দুর্নীতিই হচ্ছে বলে জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে। আমরা মনে করি, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের দুর্নীতি খুঁজে বের করার জন্য দুর্নীতি দমন কমিশনের কাজ করা প্রয়োজন।’
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির ভূমিকার কঠোর সমালোচনা করে তাদের পদত্যাগের দাবি করেন বিএনপি মহাসচিব।বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।