চ্যানেল খুলনা ডেস্কঃঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিস্ট্রিকসের হয়ে খেলেছিলেন কেন উইলিয়ামসন। ভাবা হয়েছিল চোট কাটিয়ে মাঠে ফিরতে আর কোনো বাধা নেই কিউই অধিনায়কের। কিন্তু বিধিবাম! নিতম্বের ইনজুরি এখনও পুরোপুরি না সারায় তাকে থাকতে হচ্ছে অপেক্ষায়।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের নাম। তার বদলে এই সিরিজে অধিনায়কত্ব করবেন ডানহাতি পেসার টিম সাউদি।
এছাড়া দলের আরেক তারকা পেসার ট্রেন্ট বোল্টকে প্রথম তিন ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে তার জায়গায় খেলবেন লকি ফার্গুসন। শেষ দুই ম্যাচে আবার ফার্গুসনকে বাইরে পাঠিয়ে দলে ফিরবেন বোল্ট।
এর আগেও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন সাউদি। লম্বা শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল উইলিয়ামসনকে। সাউদির অধিনায়কত্বে সেবার লঙ্কানদের তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড।
নভেম্বরের ১ তারিখ ক্রাইস্টচার্চে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ তারিখ।
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড
টিম সাউদি, ট্রেন্ট বোল্ট (শেষ ২ ম্যাচ), কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন (প্রথম তিন ম্যাচ), মার্টিন গাপটিল, স্কট কুগলেইন, ড্যারেল মিচেল, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ড, ইশ সোধি, রস টেলর এবং ব্লেয়ার টিকনার।