সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
নেতাজির অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান, রেগে মঞ্চ ছাড়লেন মমতা | চ্যানেল খুলনা

নেতাজির অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান, রেগে মঞ্চ ছাড়লেন মমতা

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনে রেগে মঞ্চ ছাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার কলকাতার ভিক্টোরিয়া মঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগীতানুষ্ঠানের পরই মঞ্চে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয় মমতাকে। এ সময় দর্শকদের মধ্য থেকে কেউ কেউ ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। আর তাতেই চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। রেগে ভাষণ না দিয়ে তিনি মঞ্চ ত্যাগ করেন।

মাইকের সামনে দাঁড়িয়ে মমতা বলেন, এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। এটা সরকারি অনুষ্ঠান। আমি মনে করি এভাবে আমন্ত্রণ জানিয়ে বেইজ্জত করা উচিত নয়। সেই জন্যই আমি আর একটি কথাও এখানে বলব না। তবে কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করায় আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই।

এটুকু বলেই তিনি মঞ্চ থেকে নেমে যান।

মমতার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য দিতে এলেও একইভাবে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে। তবে সঙ্গে সঙ্গে পাল্টা ‘জয় হিন্দ’ ধ্বনি তুলে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেন মোদী। তবে মমতার বক্তব্য না দেওয়ার বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। বরং কথায় কথায় তিনি বাংলার, বাংলার মনীষীদের ঢালাওভাবে প্রশংসা করে গেছেন।

এর আগে সরকারি সফর সূচির বাইরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ি নেতাজি ভবনে যান মোদী। এরপর কলকাতার ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠান হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছেন। আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলেরও তোড়জোর চালাচ্ছে বিজেপি। এ অবস্থায় মোদীর অনুষ্ঠানে মমতা হাজির হবেন কিনা তা নিশ্চিত ছিল না।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনেই ধর্ষণ, সত্যতা পেলেন বিচারক

শক্তি হারাচ্ছে মিয়ানমারের জান্তা : থাই প্রধানমন্ত্রী

ইউক্রেনের চেয়ে গাজায় ৬ গুণ বেশি নারী-শিশু নিহত

রাশিয়াকে ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান

একমাত্র দেশ হিসেবে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

রমজান মাসে কুয়েতে ৪ ঘণ্টার অফিস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।