নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনের একদিন আগে সরে দাড়ালেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান। শুক্রবার (২৯ জানুয়ারী) বেলা ১২ টায় কালিয়া উপজেলা আ’লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন।
এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র বি এম একরামুল হক টুকু, সাবেক পৌর মেয়র বি এম এমদাদুল হক টুলুসহ জেলা ও উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র প্রার্থী ফকির মুশফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির অনুরোধে আমি আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াহিদুজ্জামান হিরাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালাম।
এই বিষয়ে নড়াইল -০১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্মান প্রদর্শন করে, তার নির্দেশে নির্বাচন থেকে সরে দাড়িয়ে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াহিদুজ্জামান হিরাকে সমর্থন জানানো হয়েছে।
কালিয়া পৌরসভার আওয়ামীলীগের মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা বলেন, তারা প্রার্থীতা প্রত্যাহার করায় তাদের সাধুবাদ জানায়। কালিয়ায় ঐক্যবদ্ধ আ’লীগের বিজয় হবে।
শনিবার ৩০ জানুয়ারী ২০২১ কালিয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অুষ্ঠিত হবে। আ’লীগের ওয়াহিদুজ্জামান হীরা, বিএনপির এসএম ওয়াহিদুজ্জামান মিলু মেয়র পদে, সাধারণ কাউন্সিলর পদে ৩২জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৮৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮হাজার ১৪৭ জন এবং নারী ভোটার ৮হাজার ২৩৬ জন। ১৯৭৬ সালে গঠিত কালিয়া পৌরসভাটি ২০১১ সালে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়।