খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত কেসিসি নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে নগরীর খালিশপুর থানাধীন ৮,১০ ও ১৫নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা। শুক্রবার সন্ধ্যায় খালিশপুর বিদ্যুৎ কেন্দ্র গেট থেকে শুরু করে বি আই ডি সি রোড , বাবু সালাম মসজিদ রোড , বঙ্গবাসী স্কুল মোড়, মানসী বিল্ডিং মোড়, ১৮ নং লাল হাসপাতাল রোড সহ ৮ ও ১০ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক। এরপর ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে শুরু করে ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় । গণসংযোগকালে নৌকা প্রতিকের পাশাপাশি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খালিশপুর থানা শাখার উপদেষ্টা মো. সাহিদুর রহমান সাইদের ঘুড়ি প্রতিক , ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খালিশপুর থানা শাখার উপদেষ্টা শরিফুল ইসলাম প্রিন্সের ঠেলাগাড়ি প্রতীক এবং কেসিসির সফল প্যানেল মেয়র ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম মুন্নার ঠেলাগাড়ি প্রতীকের পক্ষেও ভোট প্রার্থনা করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা’র সভাপতি এস এম নূর হাসান জনি ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেলের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী ও মহানগরআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না , ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খালিশপুর থানা শাখার উপদেষ্টা
শরিফুল ইসলাম প্রিন্স, খালিশপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহাগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা’র সিনিয়র সহ—সভাপতি শেখ মাঈনুল হাসান রনি, সহ—সভাপতি, কামাল হোসেন বেপারী, রামিজ রেজা ,মোঃ এনামুল বিশ্বাস, সিনিয়র যুগ্ম—সম্পাদক শাহ আরাফাত রাহিব,সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম তাপু, অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান,দপ্তর সম্পাদক মাহফুজুল আলম সুমন ,প্রচার সম্পাদক মইনুল হোসেন মৃদুল, সংস্কৃতিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম,মহিলা সম্পাদিকা জান্নাতুল স্মৃতি উপ—আইন সম্পাদক কামরুল হুদাসহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।