চ্যানেল খুলনা ডেস্কঃনড়াইলের সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির ডোপ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কাজী মাহবুবুর রশীদ। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ দিন, ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা ও যশোরের হাজার হাজার মানুষ জেলার কুড়ির ডোপ মাঠে ভিড় জমায়। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় অর্ধশত ষাঁড়ের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৬ জানুয়ারি থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ১২ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু হয়েছে। আগামী সোমবার (২৭ জানুয়ারি) শেষ হবে এই মেলা। এ উপলক্ষে শতাধিক দোকানি নিজেদের দোকান সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গণে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের নাগরদোলা ও ট্রেন স্থাপন করা হয়েছে। এবারের মেলাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে।