সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
পথশিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে টোকাই উন্নয়ন সোসাইটি | চ্যানেল খুলনা

পথশিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে টোকাই উন্নয়ন সোসাইটি

বিজ্ঞপ্তিঃনগরীর এম এ বারী সড়ক সংলগ্ন ২২তলা ভবনের সামনে অর্ধশতাধিক অসহায় শিশুদের সমুজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত একটি প্রতিষ্ঠান। ঊনিশ এর শেষ দশক হতে নিঃস্ব, বাস্তুহারা তথা রাস্তার অবহেলিত শিশুদের নিয়ে পথ চলা শুরু হয় প্রতিষ্ঠানটির। এককথায় রাস্তার টোকাইদেরকে ধরে নিয়ে এসে তাদের আবাসন সুবিধা সহ কর্মসংস্থানঘটা পর্যন্ত দেখভাল করেন তারা। তাই কার্যসিদ্ধি সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানের নামটিও দেওয়া হয়েছে ’টোকাই উন্নয়ন সোসাইটি’।

সরেজমিনে বুধবার প্রতিষ্ঠানটি পর্যবক্ষেণ করে জানা যায়, প্রায় অর্ধশতাধিক শিশুকে তারা তিন বেলা খাওয়া পরা সহ থাকার ও ব্যবস্থা করছেন। হাসিখুসি ও সুশৃঙ্খল পরিবেশেই দিন কাটছে একসময়কার অবহেলিত শিশুদের। গেটের ভেতরে প্রবেশের সাথে সাথেই একদল শিশু এসে জড়িয়ে ধরেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে উচ্ছসিত। প্রবেশকালে চোঁখে পড়ে ভিতরের সুবিশাল কক্ষে একদল শিশু হেসে খেলে দৌড়াতে ব্যস্ত রয়েছে। চারপাশ দেখানোর পর ভেতরের এক হল রুমে আমাদের বসতে দেওয়া হয়। এরপর আগত অতিথিদেরকে গান গেয়ে মুগ্ধ করেন কতিপয় শিশুরা। মোটকথা শিশুদের এমন উল্লাসে বোঝাই যাচ্ছে আমাদেরকে পেয়ে যেনো তাদের মনে আনন্দের জোয়ার বইছে।

শিশুদের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের এখানে নিঃস্ব, অসহায়, অনাথ একাধিক পথশিশু রয়েছে। প্রত্যেকটি শিশুকে আমরা মা বাবার মতো আদর যত্ন করে বড়ো করার চেষ্টা করি। এছাড়া আমাদের এখানে প্রায় ৩০জন শিক্ষার্থী পাশর্^বর্তী ন্যাশন্যাল হাই স্কুলে বিভিন্ন শ্রেনীতে অধ্যয়নরত রয়েছে। এখানে থেকে বড় হয়ে পড়াশুনা করানোর পাশাপাশি কর্মসংস্থানেও যোগদান করতে সহায়তা করা হয়। এদের মধ্যে মেয়েদেরকে পড়াশুনা শেষে প্রাপ্ত বয়সে বৈবাহিক সহায়তাও প্রদান করা হয়ে থাকে। তাছাড়া যেসকল মায়েরা বিভিন্ন বাসা বাড়িতে কাজের উদ্যেশ্যে সকালে বের হয়ে রাতে ফিরে, তাদের সন্তানদেরকেও আমাদের এখানে নির্বিঘ্নে রেখে চলে যায় এবং কাজ শেষে এসে আবার নিয়ে যায়।

টোকাই উন্নয়ন সোসাইটির বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এস নয়ন হাওলাদার এ প্রতিবেদককে জানান, বিভিন্ন সময়ে অসহায় শিশুদের মাঝে ক্যাম্পেইন করে তারা দিশেহারা অসহায় শিশুদেরকে নিয়ে আসেন উজ্জল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। প্রাথমিক পর্যায় থেকেই প্রত্যেকটি শিশুর তথ্য সংরক্ষণ করেন তারা। খুলনা, ঢাকাসহ দেশের মোট আট জায়গায় তাদের উদ্যোগে চলছে এমন প্রতিষ্ঠান। ময়মনসিংহ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অবস্থিত। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরো বলেন, শিশুরা আমাদের দেশের সম্পদ, তারা আমাদের বোঝা নয়। শিশুদের সহায়তায় আমাদের সকলের এগিয়ে আসা দায়িত্ব ও কর্তব্য। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের শিশুরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে। সুতরাং, আমরা চাই আমাদের সাথে সাথে সমগ্র মানুষ যেনো এসকল অসহায় শিশুদের সাহায্যে তাদের হাত বাড়িয়ে দেয়। চাইলে যে কেউ টোকাই উন্নয়ন সোসাইটির ছিন্নমূল পথশিশুদের পাশে দাড়াতে পারবেন এমনটাই আশাহত করেন তিনি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।