মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প , স্থাপনাদি ও কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে মোংলা বন্দরে আগমন করেন সদ্য যোগদানকৃত নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল । এসময় নৌপরিবহন সচিবকে স্বাগত জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা । মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে বন্দরের কার্যক্রম নিয়ে বন্দর সভা কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । মতবিনিময় সভায় প্রধান অতিথি সচিব , নৌপরিবহন মন্ত্রনালয়কে মোংলা বন্দরের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয় । বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ( হারবার এন্ড মেরিন ) , সদস্য ( প্রকৌশল ও উন্নয়ন ) এবং বন্দরের বিভাগীয় প্রধানগন , প্রকল্প পরিচালকগন ও অন্যান্য কর্মকর্তাগন । প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল বলেন , “ পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে মোংলা বন্দর ব্যবহারের চাহিদা ও গুরুত্ব রেড়ে যাবে , একই সাথে রেল লাইন চালু হতে যাচ্ছে , মোংলা বন্দরের হ্যান্ডলিং সক্ষমতাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে । ” সভা শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল মোংলা বন্দরের বিভিন্ন স্থাপনা , বন্দর জেটি ও বন্দরের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।