চ্যানেল খুলনা ডেস্কঃ পদ্মা সেতু তৈরির চ্যালেঞ্জের ক্ষেত্রে সরকার সফল হয়েছে এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ২০২১ সালের জুনের মধ্যে সেতু খুলে দেয়া হবে। বৈরী আবহাওয়ার কারণে কাজে কিছুটা ধীর গতি হলেও পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ এগিয়েছে। সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার দুপুরে, মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে কাজে কিছুটা ধীর গতি হলেও পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ। এছাড়া, কোনও বদনাম না নিয়ে সেতু ভবনের নতুন সচিবকে সততার সঙ্গে কাজ করার নির্দেশ দেন সেতুমন্ত্রী।