সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
পরিচ্ছন্ন এবং দুর্দিনে পাশে ছিলেন এমন নেতৃত্ব চান নেতা-কর্মীরা | চ্যানেল খুলনা

নগর আ’লীগের সম্মেলন ১০ ডিসেম্বর

পরিচ্ছন্ন এবং দুর্দিনে পাশে ছিলেন এমন নেতৃত্ব চান নেতা-কর্মীরা

চ্যানেল খুলনা ডেস্কঃনগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১০ ডিসেম্বর। আর এ সম্মেলনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী ও অনুসারিদের মধ্যে চলছে উৎসবের আমেজ। দিন যত এগিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততো বাড়ছে। নগর সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ পর্যন্ত নয় জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে যাদের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, জঙ্গিবাদ, সন্ত্রাস, দখলবাজ ও ভূমিদস্যুতার কোনো অভিযোগ নেই এমন নেতৃত্ব চান নেতা-কর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, নগর আ’লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক দীর্ঘদিন ধরে নগর আ’লীগের হাল শক্ত হাতে ধরে রেখেছেন। নগর সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতির বিকল্প প্রার্থী না থাকায় এ পদে তিনি একমাত্র প্রার্থী।
নগর আ’লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ১৪ দলের সমন্বয়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান। তিনিও সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী। এছাড়া সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে আরো সাতজন। এসব প্রার্থীরা হলেন নগর আ’লীগের যুগ্ম-সম্পাদক এমডিএ বাবুল রানা, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ও আবুল কালাম আজাদ কামাল, সদর থানা আ’লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ ফোরাম খুলনার আহ্বায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী।
দলীয় সূত্র জানায়, আগামী ১০ ডিসেম্বর নগর ও জেলা আ’লীগের সম্মেলনে ৭৭৩ জন কাউন্সিলর এবং অন্তত এক হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। এর মধ্যে নগরে কাউন্সিলর উপস্থিত থাকবেন ৫২৩ জন। প্রতিটি ওয়ার্ডে ১২ জন করে ৩৬টি ওয়ার্ডের ৪৩২ জন এবং ৫ থানা থেকে ২৫ জন কাউন্সিলর। এছাড়া থাকবে পাঁচ শতাধিক ডেলিগেট। সম্মেলনের সফলের লক্ষে ইতোমধ্যে জেলা ও নগরী মিলে গঠন করা হয়েছে ১০টি উপ-কমিটি।
জেলার ৯ উপজেলা থেকে ১৫৭ জনসহ ২৫০ জন কাউন্সিলর এবং পাঁচ শতাধিক ডেলিগেট উপস্থিত থাকবেন। কাউন্সিলদের মধ্যে দাকোপ উপজেলা থেকে ১৫ জন, বটিয়াঘাটা থেকে ১৭, রূপসা থেকে ১৮, দিঘলিয়া থেকে ১২, পাইকগাছা থেকে ২৫, ডুমুরিয়া থেকে ৩১ জন, ফুলতলা থেকে ৮ ন, তেরখাদা থেকে ১২ ও কয়রা উপজেলা থেকে ১৯ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন।
নগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, ‘দলের জন্য যারা নিবেদিত, যারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও ভূমিদস্যুতার সাথে জড়িত নেই এমন ব্যক্তিদের নেতৃত্বে আনা হোক। তিনি বলেন, আ’লীগ ঐতিহ্যবাহী সংগঠন। তাই দলে বিতর্কিত ব্যক্তিদের কেউ চায় না। তিনি বলেন, কর্মীবান্ধব ও পরিচ্ছন্ন ব্যক্তিদের নেতৃত্বে চায় দলের তৃণমূল কর্মীরা।’
নগর আ’লীগের সাধারণ সম্পাদক ১৪ দলের সমম্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন, ‘দলের দুর্দিনে প্রলোভনে পড়ে যারা দল ত্যাগ করেননি। বিগত ওয়ান-ইলেভেনের সময় যারা রাজপথে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা ও হামলার শিকার হয়েছেন এমন ব্যক্তিকে নেতৃত্বে আনা হোক।’
নগর আ’লীগের যুগ্ম-সম্পাদক সাবেক ছাত্রনেতা এমডিএ বাবুল রানা বলেন, ‘দলের দুঃসময়ে তিনি সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দলের নীতি-নির্ধারকরা যদি আমাকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেন তাহলে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করবো।’
নগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ বলেন, ‘প্রধান প্রধানমন্ত্রী যাদের হাতে নেতৃত্ব দিবেন এমন নেতৃত্ব তিনি চান। তিনি বলেন, দুর্দিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন এমন নেতৃত্ব আমি চাই।’
নগর সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, ‘আ’লীগ ঐতিহ্যবাহী সংগঠন। তিনি বলেন, নগর আ’লীগের সম্মেলনে যারা নতুন নেতৃত্বে আসবে তারা যেন মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত থাকে। দুঃসময়ে যারা দলে সময় দিয়েছে এবং পরিচ্ছন্ন ব্যক্তি তাদেরকেই নেতৃত্বে আনা হোক।’
নগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল বলেন, ‘যাদের নামে কোনো ক্লেম নেই এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব তাদেরকেই নেতৃত্বে আনা হোক।’
সদর থানা আ’লীগের সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘যারা দলের কর্মীবন্ধব, যাদের নামে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজীর কোনো অভিযোগ নেই এমন ব্যক্তিরাই যেনো নেতৃত্বে আসে।’
সাবেক ছাত্রলীগ ফোরাম খুলনার আহ্বায়ক ও নগর আ’লীগ নেতা শেখ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘দলের দুর্দিনের পরীক্ষিত ত্যাগী, অবহেলিত নেতা-কর্মী ও সমাজের আরো মানুষকে নিয়ে নগর আ’লীগ গঠিত হোক। আর এ গঠনের লক্ষেই আমি সাধারণ সম্পাদক প্রার্থী। তিনি বলেন, সভাপতি প্রার্থী হিসেবে সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের কোনো বিকল্প নেই।’
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর নগর আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তালুকদার আব্দুল খালেক সভাপতি এবং মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই থেকে এ দুই নেতা দায়িত্ব পালন করে আসছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।