পবিত্র রমজান মাসের প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে ইফতার আয়োজনের একটি ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে মিম লিখেছেন ‘প্রথম রমজান উষ্ণতা ও শান্তির মধ্যে কাটালাম’। পোস্টটি নেটিজেনদের প্রশংসায় ভাসছে।
এই প্রসঙ্গে মিম গণমাধ্যমকে বলেন, এবার নিজের বাসায় ইফতারের আয়োজন করা হয়নি। দাওয়াত ছিল অন্য এক জায়গায়। প্রথম রোজা সবসময় আমার কাছে স্পেশাল। আমি মানুষ হিসেবে যেমন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তেমনি আমার পরিবারও ।
ঈদে আমি খুব বেশি নাটকে অভিনয় করছেন না জানিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, এবার ঈদে দুটি নাটকে দেখা যাবে আমাকে।