চ্যানেল খুলনা ডেস্কঃদুই-একজনকে গ্রেফতার, বদলি কিংবা পদত্যাগ করিয়ে বর্তমান পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বাস্তবতা হলো, পরিস্থিতির উন্নতি ঘটাতে চাইলে এবং জনগণের স্বার্থ রক্ষায় গোটা সরকারেরই খোলনলচে পাল্টাতে হবে। অর্থাৎ প্রধামন্ত্রীসহ এই সরকারের পদত্যাগ করতে হবে।’
শুক্রবার (২৪ জুলাই) দুপুরের নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
করোনা সংকটের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুরাবস্থা জনগণের সামনে স্পষ্ট হয়ে পড়েছে বলে উল্লেখ করে রিজভী বলেন, ‘শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ই নয়, প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি সংস্থা, সবখানেই দুর্নীতি অনাচার অনিয়ম। এমনকি দুই একটা মন্ত্রণালয়ে রদবদল করেও পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয়। অপ্রিয় সত্য হলো নিশিরাতের ষড়যন্ত্রে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল তাদের মধ্যে থেকে ‘এধার কি মাল ওধার মে ঢাল’ কিংবা ‘চোরে চোরে মাসতুতো’ ভাইদের দিয়ে পরিস্থিতি উন্নয়নের আশা করে লাভ নেই।’
তিনি আরও বলেন, সুইস ব্যাংক প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে এসেছে, এই সরকার গত একদশকে দেশ থেকে ৯ লাখ কোটি টাকা পাচার করেছে। রাষ্ট্রের আনুকূলেই এই অর্থলোপাট ও পাচারের কাজগুলো হয়েছে। এসব টাকা দেশে থাকলে সরকারকে এখন দেশের রিজার্ভের টাকার দিকে নজর দিতে হত না। কেবল পাচারই নয়, বিশ্বের দেশে দেশে সরকারের পৃষ্ঠপোষকতায় লুটেরারা গড়ে তুলেছে সেকেন্ড হোম। বেড়েই চলছে কানাডার বেগম পাড়ার পরিধি।’
তিনি বলেন, ‘সরকারের অদক্ষতায় করোনা টেস্ট নিয়ে কেলেঙ্কারির কারণে রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত প্রবাসী বাংলাদেশিরাই বিশ্বের বিভিন্ন দেশে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। ইতালি ও মধ্যপ্রাচের অনেক দেশেই প্রবাসী বাংলাদেশিরা ঢুকতে পারবেন কিনা এ নিয়ে যেমন সংশয়ের সৃষ্টি হয়েছে।’