বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলার প্রস্তুতি হিসেবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর অবস্থানে খুলনা জেলা প্রশাসন।জেলা প্রশাসনের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলায় একযোগে মোবাইল কোর্টে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয় ।পাইকগাছা উপজেলা সদরে বিভিন্ন বাজার ও অলিগলিতে সাঁড়াশি মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসনের দুই তরুণ নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাতুল আলম পৃথক পৃথক ভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে শতাধিক দরিদ্র্য মাস্কবিহীন মানুষকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। মাস্ক সাথে না থাকায় এবং যথাযথভাবে মাস্ক পরিধান না করায় জরিমানা সহ কয়েকজন কে আটক করা হয় ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ।পেশকার দীপঙ্কর প্রসাদ এএসআই রোকনুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স,উপজেলাসমূহে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যগণ। উপজেলা নির্বাহি অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান ।স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।