পাইকগাছা:-পাইকগাছা উপজেলা দেলুটি ইউপিতে জলবায়ু অভিযোজন উদ্যোগের অংশ হিসাবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়নে ও দেলুটি ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় অসহায় ১০২ জন নারী পরিবার ও ১০ জন গ্রাম পুলিশের মাঝে মোট ১১২ টি পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং (পানির ট্যাংকি) ও ফিল্টার বিতরন জুম এ্যাপসের মাধ্যমে শুভ উদ্ভোধন করেন ।পাইকগাছা উপজেলার মানবিক জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এবি এম খালিদ হোসেন সিদ্দিকী।
মঙ্গলবার সকালে দেলুটি ইউনিয়ন পরিষদে পানির ট্যাংকি বিতরন করেন দেলুটি ইউ পি চেয়ারম্যান ও দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত)রিপন কুমার মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন UNDP কর্মকর্তা বাবু অশোক অধিকারী,ইউ পি সদস্য বাবু রবীন্দ্রনাথ মন্ডল,সুকুমার কবিরাজ,রনধীর মন্ডল,সুপদ কুমার রায়,কিংশুক রায়,বিশ্বজিত রায়,নিরাপদ দফাদার,চম্পক বিশ্বাস,প্রীতিলতা ঢালী আলো ডালিম রায় ইউ পি সচিব নিরাপদ মল্লিক সহ উপস্থিত উপকারভোগীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।