পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭টি কেন্দ্র ও ৩টি ভেন্যু কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করে ২ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী। প্রথম দিন অনুপস্থিত ছিল ৩৯ পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান দায়িত্ব প্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। এদিকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান জানান, সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন।
উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রে ৩৪৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী জানান, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে ২৭৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন।
অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়ুলী আরকেবিকে কেন্দ্রে ৫৩৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন জানান, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। আবুল কালাম আজাদ জানান, গড়ইখালী কেন্দ্রে ৩৯৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন। নাহিদ মল্লিক জানান, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৬১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী জানান, পাইকগাছা সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্রে ১৮৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১০ জন। দেবাশীষ দাশ জানান, হাবিব নগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৮৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা জিএম জাকারিয়া জানান, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভোকেশনাল কেন্দ্রে ১২৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন।