পাইকগাছায় গৃহবধু সুজনা অাক্তার (২২) হত্যার অভিযোগ ও বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ড বাসির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মেইন রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তরা হত্যাকারীর বিচারের অাওতায় এনে ফাঁসী দাবী করেন। মানবন্ধনে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র অাসমা অাহম্মেদ, বাবর অালী সরদার, মোঃ অালমগীর হোসেন, কেষ্টপদ মন্ডল, অাব্দুল অাজিজ, সাথী মন্ডল, শেফালী বেগম, জায়রুল বেগম, মোঃ অাবুল গাজী, অাসমা বেগম, স্বপ্না, গোলাম মোস্তফা, ছলেমান সরদার প্রমুখ। উল্যোখ্য গত শুক্রবার গলায় ওড়না পেঁচিয়ে বারোই ডাঙ্গার রবিউলের স্ত্রী সুজনা অাক্তার আত্মহত্যা করে। এটি হত্যা না অাত্নহত্য সেটি নির্ধারনের জন্য থানার ওসি সুরত হাল রিপোট শেষে পোষ্টমডেমের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মৃতের পিতা মাতা বলছে জামাই রবিউল অামার মেয়েকে মারধর করে গলায় রশিদিয়ে টানিয়ে দিয়েছে। ওসি এজাজ শফি জানান এটি হত্যা কি অাত্নহত্যা পোষ্টমডেম রিপোট অাসলে বিস্তারিত জানা যাবে।