পাইকগাছায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালী), পাট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ খান ইউছুফ জী। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, পাট উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মুখ্য পরিদর্শক সরোজিত সরকার, পরিদর্শক মুজিবর রহমান ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য।