পাইকগাছায় এক মুদি ব্যবসায়ী সরকারী জমিতে গোডাউন তৈরী করায় ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। সোমবার সন্ধ্যা সাতটার সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান আদালত বসিয়ে ওই মুদি ব্যবসায়ীকে জরিমানা করেন।
ভ্রম্যমান আদালতের পেশকার আনিছুর রহমান, জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের নরীম সরদারের ছেলে শহিদুল সরদার (৬০) মৌখালী বাজরের পাশে সরকারী জায়গায় মুদি দোকানের গোডাউ তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছিলো। সংবাদ পেয়ে রোববার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সেখানে হাজির হয়ে ভ্রম্যমান আদালত বসান।
এ সময় ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১২ ধারায় ৩ লক্ষ টাকা জরিমানা ও ১৫ দিন জেল দেন ওই ব্যবসায়ীকে। অনাদায়ে আরো এক মাসে সাজা দেয়া হয়। মঙ্গলবার সকালে সাজার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।