খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ ঔষধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা ও দু’মোটরসাইকেল আরোহীকে মুখে মাক্স ব্যবহার না করার দ্বায়ে চারশত টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
মঙ্গলবার দুপুরে পাইকগাছা বাজারে এস কে ফার্মা ২ হাজার, রোহিত ফার্মা ২ হাজার , তাসিন ফার্মা২ হাজার,পাইকগাছা ইউনানী দাওয়াখানা ৪ হাজার, তোফেল ঔষধালয় ৫ হাজার ও দু’মোটরসাইকেল আরোহীকে চার শত টাকা সহ মোট ১৫ হাজার ৪ শত টাকা জরিমানা করেন। এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও অনুমোদিত বিভিন্ন ঔষধ পাইকগাছা থানার সামনে মাঠে নিয়ে ধংশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, এসময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা ঔষধ প্রশাসনের মোঃ মনিরউদ্দিন আহম্মেদ, ভূমি অফিসের পেশকার দিপঙ্কর,এ এস আই শেখ পলাশ হোসেন।সহ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।