পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে কুইক রেসপন্স টীম গঠণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এস,এম, এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টিত আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে গৃহিত হয় যে দ্বীপ বেষ্টিত অধিক দূর্যোগ ঝুঁকিপূর্ন সোলাদানা ইউনিয়নের তাৎক্ষনিক দূর্যোগ মোকাবেলার জন্য ঘূর্ণিঝড়, নিম্নচাপের সতর্ক সংকেত চলাকালীন এবং প্রত্যেক অমাবশ্যা ও পূর্ণিমার ৩ (তিন) দিন পূর্বে স্ব-স্ব এলাকার বাঁধ পর্যবেক্ষণ ও মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা, মৎস্য, পশু, কৃষি পণ্যের ক্ষয়ক্ষতির পরিমান নিপরূণ করে দুর্যোগের ২৪ ঘন্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন প্রেরন করা, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ন করে জরুরি ভিত্তিতে ত্রাণ, চিকিৎসা, ঔষধ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে প্রেরণসহ জনগণের জানমালের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা। কুইক রেসপন্স টীমের সদস্যরা হলেন, সভাপতি চেয়ারম্যান এস,এম, এনামুল হক এবং সদস্য সংশ্লিষ্ট ৯ ওয়ার্ডে ইউপি সদস্যবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি জিয়া সরদার, কৃষি কর্মকর্তার প্রতিনিধি এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি মোঃ সাঈদ, উপ-সহকারী প্রকৌশলীর প্রতিনিধি শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দীন, আনসার ভিডিপি’র তপন কুমার সানা, ভূমি অফিসের মোঃ মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি মাহফুজা সুলতানা, গ্রামপুলিশের মোঃ ইউসুফ, স্বাস্থ্যকর্মী ওবাইদুল্লাহ সরদার।