সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছায় হাঁটার সাথীর পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সংবর্ধনা | চ্যানেল খুলনা

পাইকগাছায় হাঁটার সাথীর পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সংবর্ধনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা শিববাটি শিবসা ব্রীজে হাঁটার সাথী পাইকগাছা নামক সংগঠন এ সংবর্ধনার আয়োজন করেন। হাঁটার সাথী পাইকগাছা এর সভাপতি মোঃ মোশারাফ আলম খান বাচ্চুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাইকগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন শিক্ষিকা ও শিবসা সাহিত্য অঙ্গন এর সভাপতি সুরাইয়া বানু ডলি। প্রধান অতিথির বক্তিতা কালে আনোয়ার ইকবাল মন্টু বলেন আজ আমি এতই আনন্দিত হয়েছি যে তা ভাষায় প্রকাশ করার মতোই না। আমি যে সংগঠনের একজন সদস্য আজ সেই সংগঠন আমার সংবর্ধনা দিচ্ছে। আসলে এমন একটা সংগঠনের সদস্য হতে পেরে আমি খুবই আনন্দিত। আপনারা সকলেই জানেন আমার পিতা সারা জীবন সাধারন মানুষের পশে থেকে কাজ করেছেন। আর আমার নিজের শ্রম, সততা, মেধা, নিষ্ঠা, দিয়ে পাইকগাছা উপজেলাকে একটি আলোকিত ও উন্নত জনপদে পরিনিত করার প্রচেষ্টায় নিজের এলাকার মানুষের কাছে খাদেম হিসেবে নিয়োজিত রেখেছি।তাই উপজেলাবাসীরা  আমাকে ভালবেসে বিপুল পরিমান ভোট দিয়ে আমাকে নির্বচিত করে জনসেবা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের পাশে আছি এবং পাশেই থাকব ইনশাআল্লাহ। তিনি সর্বশেষ বলেন আজকের এ সংবধনা প্রয়াত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীকে উৎসর্গ করলাম▪▪▪এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ি বাবু উত্তাম কুমার সাধু, আমিন উদ্দিন সানা, ষোলোআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, ষোলোআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরদার, ঘোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ও “হাঁটার সাথী” পাইকগাছা এর সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি দেবব্রত দাশ দেবু, বিশিষ্ট ব্যবসায়ী সুনিল কুমার মন্ডল, ইমান আলি মাস্টার, এ বি এম কোরবান আলী, কাজী জাহাঙ্গীর হোসেন, মিজাম উদ্দিন, সঞ্জীব রায়, বিশ্বজিৎ সরকার, সোনাতন মন্ডল, সামছুল আরেফিন লাকি, শেখ রিয়াজ হয়দার, মাস্টার এবাদুল ইসলাম, মাস্টার ইদ্রিস আলী, সাংবাদিক আব্দুল আজিজ, আলাউদ্দিন সোহাগ, গফফার মোড়ল, মোঃ শামিম হোসেন, সুভাষ মন্ডল।
প্রমিলা সদস্য রোজ বার্ড কিন্ডার গার্ডেন এর প্রিন্সিপাল অনিতা মন্ডল, বাসন্তী মন্ডল, পুস্প সরকার, এছাড়া, কিঙ্কর ঘোষ, দিবাকর মন্ডল, ইমরুল কায়েজ, আলেক গাজি, তাপষ সানা, দেবু, সাইফুল ইসলাম, সমরেশ মন্ডল, অশিত মন্ডল, উদয় মন্ডল, কুদ্দুস গাজি, সাধন, উদয় মণ্ডল, সাইফুল, মঙ্গল মন্ডল সহ হাঁটার সাথী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

রক্তাক্ত কুয়েট শিরোনামে ফুটে উঠেছে হামলাকারি এবং আহতদের ছবি

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

ডুমুরিয়ায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন

রাজস্ব বৃদ্ধি ও ভোগান্তি লাঘবে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এনবিআর চেয়ারম্যান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।