সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
পাইকগাছা পৌরসভার নির্বাচনে ৪৬ মনোনয়ন পত্র বৈধ:বাতিল-৩ | চ্যানেল খুলনা

পাইকগাছা পৌরসভার নির্বাচনে ৪৬ মনোনয়ন পত্র বৈধ:বাতিল-৩

পাইকগাছা:  পাইকগাছা পৌরসভা নির্বাচনে ৪৯ প্রার্থী মনোনয়ন জমা দিলেও রবিবার সকালে যাচাই-বাছাইয়ে ৩ জন কাউনন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা সিনিয়র নির্বচন অফিসার এম মাহজারুল ইসলাম।

এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ প্রার্থী সহ ৪৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেনন। ৩ জন মেয়র প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি মনোনীত মনিরুজ্জামান মনি ও কমিউনিস্ট পার্টি মনোনীত এ্যাড: প্রশান্ত মন্ডল। ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর আলাউদ্দীন গাজী ও বজলুর রহমান গাজী। হলফ নামায় স্বাক্ষর না থাকায় বজলুর রহমান গাজীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর অহেদ আলী গাজী, নজরুল ইসলাম, হাতেম সরদার ও রফিকুল ইসলাম। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গাজী আব্দুস সালাম, মো: আব্দুল গফফার মোড়ল ও আব্দুল মান্নান সরদার। ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, বাবু রাম মন্ডল, ঋন খেলাপি হওয়ায় বাবু রাম মন্ডলের মনোনয়ন পত্র বাতিল করা হয়। সাইফুল ইসলাম ও চন্দ্র শেখর মন্ডল। ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রবি শংকর মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, জিয়া উদ্দীন নায়েব ও রফিকুল ইসলাম রফিক। ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শফিকুল ইসলাম মোড়ল ও এমএম সেলিম রেজা। ঋন খেলাপি হওয়ায় সেলিম রেজার মনোনয়ন পত্র বাতিল করা হয়। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রনজু, সৈয়দ তৌফিক-ই-ইলাহী, শেখ জামাল হোসেন, আলমগীর হোসেন, রাজু শেখ, খালিদ হোসেন ও কামরুল ইসলাম মিস্ত্রী। ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, ইমরান সরদার, প্রসুন কুমার সানা ও পরেশ চন্দ্র সরকার। ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এসএম ইমদাদুল হক, আনার আলী দফাদার ও রঞ্জন কুমার মন্ডল। সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সরবানু বেগম, ফাতেমা বেগম, রাফেজা খানম ও রুখশানারা পারভীন। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কবিতা দাশ, বাসন্তী মন্ডল, জাহানারা খাতুন, আয়শা নিগার নূর ও শারমিন সুলতানা। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আসমা আহমেদ, শাহিদা খাতুন ও অর্চনা রায়।

মনোনয়ন পত্র যাচাই-বাছায়ের সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাহজারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ,উপজেলা ভূমি কর্মকর্তা আরাফাতুল আলম,উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদ, অফিসার্স ইনচার্জ এজাজ শফি, ওসি অপারেশন দেবাশিষ কুমার, এস আই অলোক কুমার,স্থানীয় সাংবাদিক, মেয়র, কাউনন্সিলর প্রার্থী ও মহিলা কাউনন্সিলর প্রার্থীদের প্রস্তাবকারী ও সমার্থনকারীরা।

মনোনয়ন পত্র বাতিলের বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাহজারুল ইসলাম বলেন, আগামি তিন দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরাবর আবেদন দিয়ে আপিল করতে পারবেন। আগামি ১০ জানুয়ারি প্রত্যাহার ও ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

রক্তাক্ত কুয়েট শিরোনামে ফুটে উঠেছে হামলাকারি এবং আহতদের ছবি

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

ডুমুরিয়ায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন

রাজস্ব বৃদ্ধি ও ভোগান্তি লাঘবে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এনবিআর চেয়ারম্যান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।