পাইকগাছা পৌরসভা নির্বাচনের প্রতিক বরাদ্ধের পর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র, সংরক্ষিত মহিলা কাউনন্সিল ও কাউনন্সিল পদের প্রার্থীরা। পৌর নির্বাচনে আ’লীগের নৌকা প্রতিক পেয়েছেন বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর ও কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতিক পেয়েছেন এ্যাড প্রশান্ত কুমার মন্ডল নামে দু’জন মেয়র প্রার্থী প্রতিদন্দীতা করছে।
সংরক্ষিত মহিলা কাউনন্সিলর পদে তিনটি ওয়ার্ডে ১২ জন প্রার্থী বিভিন্ন প্রতিক নিয়ে প্রতিদন্দীতা করছেন। তারমধ্যো ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা কাউনন্সিলর প্রার্থীরা হলেন ১. বর্তমান কাউনন্সিলর সরবানু বেগম (টেলিফোন) ২. সাবেক কাউনন্সিলর রাফেজা খানম (চশমা) ৩. সাবেক কাউনন্সিলর ফাতেমা খাতুন ( অটো রিক্সা) ৪. রুকসানা পারভিন (আনারস)।
৪,৫,৬ ওয়ার্ডের মহিলা কাউনন্সিলর প্রার্থীরা হলেন ১. বর্তমান কাউনন্সিলর কবিতা রানী দাশ ( কলম) ২. বাসন্তী মন্ডল ( আনারস) ৩. আয়শা নিগার নুর ( অটো রিক্সা) ৪. শারমিন সুলতানা তুলি ( চশমা) ৫. জাহানারা খাতুন ( জবাফুল)।
৭,৮,৯ ওয়ার্ডের মহিলা কাউনন্সিলর প্রার্থীরা হলেন ১. বর্তমান কাউনন্সিলর আসমা আহম্মেদ ( আনারস) ২. সাবেক কাউনন্সিলর শাহিদা আক্তার (টেলিফোন), ৩. অর্চনা রায় ( জবা ফুল)।
পুরুষ কাউনন্সিলর পদে ১ নং ওয়ার্ডের একমাত্র প্রার্থী আলাউদ্দিন গাজী বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন।
২ নং ওয়ার্ডের চার জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন তারা হলেন ১. বর্তমান কাউনন্সিলর অহেদ আলী গাজী (টেবিল ল্যাম্প) ২. নজরুল ইসলাম গোলদার (উট পাখি) ৩. হাতেম সরদার (পানির বোতল) ৪. রফিকুল ইসলাম রফি ( পাঞ্জাবী)।
৩ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন তারা হলেন ১. বর্তমান কাউনন্সিলর গাজী আব্দুস সালাম ( উটপাখি) ২. আব্দুল গপ্ফার মোড়ল ( পানির বোতল) ৩. এম এ মান্নান ( টেবিল ল্যাম্প)।
৪ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন তারা হলেন ১. বর্তমান কাউনন্সিলর এস এম তৈয়েবুর রহমান ( পাঞ্জাবী) ২. বাবু রাম মন্ডল ( উট পাখি) ৩. সাইফুল ইসলাম ( ডালিম) ৪. চন্দ্র শেখর মন্ডল (স্ক্রু ডাইভার)।
৫ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন তারা হলেন ১. বর্তমান কাউনন্সিলর রবি শংকর মন্ডল (টেবিল ল্যাম্প) ২. শেখ রুহুল কুদ্দুস ( পানির বোতল) ৩. জিয়াউদ্দিন নায়েব জিয়া (পানির বোতল) ৪. রফিকুল ইসলাম রফিক ( উট পাখি)।
৬ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন তারা হলেন ১. বর্তমান কাউনন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ( পাঞ্জাবী) ২. সেলিম রেজা লাকী ( টেবিল ল্যাম্প) ৩. শফিকুল ইসলাম মোড়ল ( উট পাখি)।
৭ নং ওয়ার্ডে ৭। জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন তারা হলেন ১. বর্তমান কাউনন্সিলর মাহবুবর রহমান রঞ্জু ( ব্রিজ) ২. তৌফিক এলাহী রাজ ( ব্লাক বোর্ড) ৩. খালিদ হোসেন ( ডালিম) ৪. জামালউদ্দিন শেখ( টেবিল ল্যাম্প) ৫. আলমগীর হোসেন ( পানির বোতল) ৬. রাজু আহম্মেদ ( উট পাখি) ৭. কামরুল ইসলাম (পাঞ্জাবী)।
৮ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন তারা হলেন ১. বর্তমান কাউনন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল ( উট পাখি) ২. প্রসুন কুমার সানা ( পাঞ্জাবী) ৩. পরেশ চন্দ্র সরকার ( পানির বোতল) ৪. ইমরান সরদার ( টেলিব ল্যাম্প)।
৯ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন তারা হলেন ১. বর্তমান কাউনন্সিলর এস এম ইমদাদুল হক ২. রঞ্জন কুমার মন্ডল ( পানির বোতল) ৩. আনারুল ইসলাম আনার ( ব্রিজ)।