Ivanka Trump, advisor and daughter of US President Donald Trump, speaks at the first anniversary of the administration's Pledge to The American Worker initiative at the White House in Washington, DC, on July 25, 2019. (Photo by NICHOLAS KAMM / AFP)
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফিকার আব্বাস বুখারির সঙ্গে বৈঠকে ইভানকা এমন প্রস্তাব দিয়েছেন।
ট্রাম্প কন্যা বলেন, এতে পাকিস্তানি নারীদের কর্মসংস্থানের সংখ্যা বাড়বে। তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড় নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা হবে।বেঠকে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একসঙ্গে কাজ করবে বলেও জানান ইভানকা।
আশা প্রকাশ করে জুলফিকার বলেন, আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ফ্রন্টে আরও সফলতা অর্জন করবে।