মঙ্গলবার (১৮ আগস্ট) ১৪ সদস্যের টি-টুয়েন্টি দল ঘোষণা করে ইসিবি। চমক হিসেবে দলে জায়গা পাননি বেন স্টোকস, জোফরা আর্চার, বাটলারদের মতো তারকারা। মূলত টেস্ট খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার জন্যই বাদ দেওয়া হয়েছে তাদের। শুধু টেস্ট দলের কোনো ক্রিকেটারকেই নয়, দলের কোচকেও টি-টুয়েন্টি সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। টি-টুয়েন্টি সিরিজে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন ইংল্যান্ডের সহকারী কোচ গ্রাহাম থর্প।
সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শেষ হওয়ার তিন দিন পর ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দর্শকশূন্য স্টেডিয়ামে মুখোমুখি হবে ইয়ন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল।
টেস্ট দলের ক্রিকেটারদের টি-টুয়েন্টি সিরিজে না রাখার ব্যাখ্যায় ইসিবি জানায়, আমরা খেলোয়াড়দের বিশ্রাম এবং রিফ্রেশ করার কিছুটা সুযোগ দিতে চাই। তাই প্রতিটি সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড নির্বাচন করার জন্যই টেস্ট দলের কোনো ক্রিকেটারকে টি-টুয়েন্টি সিরিজে রাখা হয়নি।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টি-টুয়েন্টি দল : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, জেসন রয় ও ডেভিড উইলি।