ক্রীড়া ডেস্কঃপাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইহসান মানি বলেছেন, বিগত বছরগুলোতে ক্রিকেট বিশ্বকে আমরা প্রমাণ করেছি পাকিস্তান খেলার জন্য নিরাপদ। তাই লম্বা সময়ের জন্য খেলোয়াড় পাঠাতে বাংলাদেশের আপত্তি কোথায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে আমাদের তা জানা প্রয়োজন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর (এফটিপি) অনুসারে জানুয়ারিতে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে লম্বা সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন টাইগাররা। বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের মাঠে খেলতে চাইলেও টেস্ট খেলতে নারাজ। টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে আগ্রহী।
টাইগারদের পাকিস্তান সফরে অনহী প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, আমরা বিসিবিকে এমনও বলেছি, তাদের কোনো শঙ্কা থাকলে আবারও পর্যবেক্ষক পাঠাতে। তারা আসুক আমরা আলোচনা করি, প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি, বিসিবি তাদের সিদ্ধান্ত নিয়ে ভাববে।
পিসিবি চেয়ারম্যান আরও বলেন, মঙ্গলবার ও বৃহস্পতিবার আমরা বিসিবির কাছ থেকে ইমেইল পেয়েছি, উত্তরও দিয়েছি। দুই দলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ। এটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ, তাই এখানে আইসিসিও জড়িয়ে আছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে এফটিপিতে নির্ধারিত হয় পাকিস্তানের মাঠে বাংলাদেশ দলের দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এক বছর পার হলেও দুই দেশের ক্রিকেট বোর্ড এখনও সমঝোতায় আসতে পারেনি।