ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় খুলনায় ‘সর্বক্ষেত্রে ভারতের উন্নয়ন ও সমৃদ্ধি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনাস্থ সহকারী ভারতীয় দুতাবাস এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় বিশিষ্টজনেরা বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান চিরস্মরণীয়। স্বাধীনতার পর থেকে ভারত সর্বক্ষেত্রে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশেও অনেক ক্ষেত্রে সেই উন্নয়নের সুফল ভোগ করছে। পারস্পারিক সহযোগিতায় দুই দেশই উপকৃত হচ্ছে, উন্নয়ন হচ্ছে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সহকারী ভারতীয় হাই কমিশনার রাজেশ কুমার রাইনা বলেন, ভারত বাংলাদেশের শুধুমাত্র বন্ধুই নন, আত্মীয়ও বটে। আমাদের দুই দেশের মানুষের মধ্যে বহুক্ষেত্রে মিল রয়েছে। উন্নয়নেও আমরা পরস্পরের অংশীদার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনাস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার রাজেশ কুমার রাইনা। বিশিষ্ট সাংবাদিক মল্লিক সুধাংশুর সঞ্চালনায় নির্ধারিত বিষয় বস্তুর ওপর আলোচনায় অংশ নেন খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ জাফর ইমাম, সুন্দরবন একাডেমির সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ আনোয়ারুল কাদির, বিএল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শরীফ আতিকুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের এ্যাসোসিয়েট প্রফেসর ড. খান মেহেদী হাসান, দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফুল হক এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।এছাড়াও মুক্ত আলোচনা খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, আহমেদ আলী খান, এস এম নজরুল ইসলাম, ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যা ও ভাইস প্রেসিডেন্ট তরিকুল ইসলাম অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।