জরুরি ছাড়া নতুন পাসপোর্ট প্রদান ও নবায়ন দীর্ঘদিন বন্ধ ছিল করোনার কারণে। ফলে আবেদনের স্তুপ জমেছে পাসপোর্ট অধিদপ্তরে। প্রতিদিন শত শত মানুষ ঢাকার আগারগঁওয়ে পাসপোর্ট অফিসে ভিড় করছেন।
কর্মকর্তারা জানান, প্রায় ২০ হাজার আবেদন জমে আছে। করোনার সময় বন্ধ থাকায় আবেদনের সংখ্যা বেশি বলে জানান তারা।
ঢাকার আগারগাঁওয়ে বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে এমন উপচেপড়া ভিড় এখন প্রতিদিন দেখা যায়। নতুন পাসপোর্ট বা নবায়ন করার আবেদন জমা দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।
করোনা বিধিনিষেধের কারণে দীর্ঘদিন পাসপোর্ট সেবা বন্ধ ছিল। অফিস খোলার পর তাই চাপ বেড়েছে পাসপোর্ট প্রত্যাশীদের। দিনভর লাইনে দাঁড়িয়ে থাকার পরেও নির্ধারিত সময় শেষ হওয়ায় আবেদন জমা দিতে পারছেন না অনেকে।
তবে পাসপোর্ট অফিসের পরিচালক তৌফিকুল ইসলাম খান জানান, চাপ সামাল দিতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ আবেদন জমা নেয়া হচ্ছে।
তবে করোনাকালীন ঝুঁকির কথা বিবেচনা করে জরুরি প্রয়োজন ছাড়া পাসপোর্ট অফসে ভিড় না করার আহবান জানান তিনি।